আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বোরো আবাদের সময় বিদ্যুতের অতিরিক্ত চাহিদা মেটাতে আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এই সময়ে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ হাজার মেগাওয়াট পর্যন্ত বেড়ে যায়।
চাহিদা বনাম উৎপাদন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন সর্বোচ্চ ১১ হাজার ৬০৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু সেচ মৌসুমের ভরা সময়ে, অর্থাৎ আগামী এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিপিডিবি অনুমান করছে, এ বছর গ্রীষ্মকালে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা হবে ১৮ হাজার মেগাওয়াট, যেখানে সর্বোচ্চ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট।
সরকারের পরিকল্পনা কী?
বিদ্যুতের এই অতিরিক্ত চাহিদা মেটাতে বিপিডিবি বেশ কিছু প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে:
-
অফ-পিক সময়ে সেচ: কৃষকদের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অফ-পিক সময়ে সেচ পাম্প ব্যবহারে উৎসাহিত করা। এর মাধ্যমে সন্ধ্যার পিক আওয়ারে প্রায় ২ হাজার মেগাওয়াট চাহিদা কমানো সম্ভব হবে।
-
সিএনজি স্টেশন বন্ধ: সেচ মৌসুমে সন্ধ্যার পিক আওয়ারে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা, যাতে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়।
-
এলএনজি আমদানি: বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি গ্যাসের চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।
উচ্চপর্যায়ের বৈঠক ও নির্দেশনা
পাওয়ার সেলের মহাপরিচালক এ জে এম এরশাদ আহসান হাবিব জানান, সেচ মৌসুমের বিদ্যুৎ চাহিদা নিয়ে গঠিত একটি কমিটি শিগগিরই বৈঠক করবে। এর আগে ৪ জানুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারির শুরুতে বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে কর্তৃপক্ষকে এলএনজি সংগ্রহের টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবং ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য জ্বালানি সংগ্রহে অতিরিক্ত অর্থায়নের জন্য অর্থ উপদেষ্টার কাছে সহায়তা চেয়েছেন।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন, পবিত্র রমজান মাস, সেচ মৌসুম ও গ্রীষ্মকাল বিবেচনায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










