রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা: শেষ মুহূর্তে প্রস্তুতির খুঁটিনাটি

oppo_0
দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা। এ বছর সিলেকশন পদ্ধতি না থাকায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এই মেধা যুদ্ধে অংশ নিচ্ছেন।
আবেদন ও আসন বিন্যাস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। এর মধ্যে কেবল ‘এ’ ইউনিটেই লড়বেন ১ লাখ ১১ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী। এই ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। গত বছরের তুলনায় এবার আসন সংখ্যা ২৫টি বাড়িয়ে মোট ১ হাজার ৮৯৭টি করা হয়েছে।
পরীক্ষার সময় ও কেন্দ্র: আগামীকাল ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষা পদ্ধতি ও মান বণ্টন: ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ নম্বর। নেগেটিভ মার্কিং হিসেবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাস নম্বর ৪০। মান বণ্টন হবে নিম্নরূপ:
  • বাংলা: ৩৫ নম্বর
  • ইংরেজি: ৩৫ নম্বর
  • সাধারণ জ্ঞান: ৩০ নম্বর
লিখিত ও ব্যবহারিক পরীক্ষার বিশেষ নিয়ম: ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি ৫০ নম্বরের একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ-তে উত্তীর্ণদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এই লিখিত পরীক্ষায় ডাকা হবে। চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের জন্য ১০০ নম্বরের আলাদা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে, যেখানে পাস নম্বর ৪০।
মেধাতালিকা ও নির্বাচন প্রক্রিয়া: এবারের ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মেধাতালিকায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর কোনো মার্কস রাখা হয়নি। অর্থাৎ ভর্তি পরীক্ষায় যারা বেশি নম্বর পাবেন, তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবেন। এছাড়া মোট আসনের ৫৫ শতাংশ মানবিক শাখা এবং ৪৫ শতাংশ বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যদি বিজ্ঞান ও বাণিজ্য থেকে পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়া যায়, তবে সেই আসনগুলো মানবিক শাখার শিক্ষার্থীদের দিয়ে পূরণ করা হবে।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (http://admission.ru.ac.bd) নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
লামিয়া আক্তার