দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা। এ বছর সিলেকশন পদ্ধতি না থাকায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এই মেধা যুদ্ধে অংশ নিচ্ছেন।
আবেদন ও আসন বিন্যাস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। এর মধ্যে কেবল ‘এ’ ইউনিটেই লড়বেন ১ লাখ ১১ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী। এই ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। গত বছরের তুলনায় এবার আসন সংখ্যা ২৫টি বাড়িয়ে মোট ১ হাজার ৮৯৭টি করা হয়েছে।
পরীক্ষার সময় ও কেন্দ্র: আগামীকাল ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষা পদ্ধতি ও মান বণ্টন: ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ নম্বর। নেগেটিভ মার্কিং হিসেবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাস নম্বর ৪০। মান বণ্টন হবে নিম্নরূপ:
-
বাংলা: ৩৫ নম্বর
-
ইংরেজি: ৩৫ নম্বর
-
সাধারণ জ্ঞান: ৩০ নম্বর









