দেশে শুটিং শেষে শ্রীলঙ্কায় দৃশ্যধারণ শুরুর কথা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার। কিন্তু লাইট ক্যামেরা জ্বলে উঠতে বিলম্ব হচ্ছে। এই সুযোগে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে নানা গুঞ্জন। সেরকম একটি, শুটিং দেরি হওয়ার অতিরিক্ত পারিশ্রমিক দাবি করছেন শাকিব খান। বিলম্ব দেখে অনেকে করছেন হতাশা প্রকাশ। বিষয়গুলো নিয়ে মুখ খুললেন ছবির প্রযোজক শিরিন সুলতানা।
তিনি বললেন, ‘আমরা আটঘাঁট বেঁধেই নেমেছি। সুন্দর একটা পর্যায়ে আছি। সবকিছু ভালোভাবে চলছে। ভালোভাবেই শেষ হবে। আশাকরি শিগগিরই আপনাদের সুখবর দিতে পারব।’
শাকিবের অতিরিক্ত পারিশ্রমিক দাবির গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রযোজক বলেন, ‘এগুলো বাজে কথা। শাকিব ভাইয়ের মতো মেগাস্টারকে নিয়ে এসব বলার মানে হয় না। তিনি এরকম স্টুপিড টাইপের কাজ করতেই পারেন না। উনি খুব মাই ডিয়ার টাইপের লোক। সবসময় নতুনদের সঙ্গে সহায়তাপূর্ণ আচরণ করেন। এই যেমন আমাদের এতটা সময় লাগল উনি অনেক কিছু বলতে পারতেন কিন্তু বলেননি।’
তার কথায়, ‘শাকিব ভাইকে নিয়ে ছবি করতে গেলে একটা চাপ থাকেই। কেননা দেশের সবচেয়ে বড় তারকা তিনি। এর বাইরে কোনো চাপ নেই। সব সুন্দরভাবে এগুচ্ছে।’
শ্রীলঙ্কায় শুটিং শুরু প্রসঙ্গে শিরিন সুলতানা বলেন, ‘‘এর আগে আমরা ‘প্রিন্স’ সম্পর্কিত সব তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। এই খবরও সেভাবে দেব। তাছাড়া বিষয়টি নিয়ে যেহেতু এত কথা হচ্ছে তাই আপাতত কিছু বলতে চাচ্ছি না। যখন কাজ শুরু করব তখন সব জানতে পারবেন। কয়েকটা দিন সময় দিন। কিছুটা বিলম্ব হয়েছে। তবে সব আয়ত্তে নিয়ে এসেছি। পরিকল্পনামাফিক সব চলছে এবং শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি ‘প্রিন্স’ রোজার ঈদেই আসছে।’’
‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত মাহমুদ। শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তার বিপরীতে তাসনিয়া ফারিণ। আছেন সাবিলা নূরও। টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুর অভিনয়ের কথাও শোনা যাচ্ছে এতে। এছাড়া আছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।
মাহমুদ সালেহীন খান










