নতুন বছরের পরিকল্পনা ও কনটেন্টে ব্যস্ত বাংলাদেশি তারকারা

নতুন বছরের শুরুতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা সারমিন সুলতানা সুমি, সায়রা আক্তার জাহান, সাবরিনা পড়শী,এলিনা শাম্মী ও ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। বছরের শুরুতেই নতুন প্রজেক্ট, ফটোশুট ও কনটেন্ট শেয়ার করে তারা ২০২৬-কে বিশেষ করে তুলেছেন।

সুমি সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের স্টাইল ও কাজের ছবি আপলোড করছেন, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। সায়রা আক্তার জাহান ব্যক্তিগত জীবনের সুখবর শেয়ার করেছেন। পড়শী, এলিনা শাম্মী নতুন বছরের পরিকল্পনা নিয়ে সক্রিয়, নতুন কনটেন্টে যুক্ত হয়েছেন। তারা সবাই ভক্তদের সঙ্গে সংযোগ রাখার মাধ্যমে নতুন বছরকে আরও রঙিন করে তুলছেন।

সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন বছরের রেজল্যুশন-কপালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।

অভিনেত্রী সায়রা আকতার জাহান ফেসবুকে লিখেছেন, ‘যে জিনিসটা তোমার মনকে ভালোবাসায় ভরিয়ে দেয়, যত্নে আগলে রাখে, নিরাপদ বোধ করায়, জীবন্ত করে তোলে আর মনে শান্তি আনে, ২০২৬ সালে সেটাকেই আঁকড়ে ধরো, সেটার দিকেই ছুটে চলো। শুভ নববর্ষ’

সংগীতশিল্পী সাবরিনা পড়শী লিখেছেন, ‘শুভ সকাল, ২০২৬ ভালো কাটুক সবার।’ চার ঘণ্টায় পোস্টটিতে রিঅ্যাক্ট হয়েছে ১০ হাজার আর মন্তব্য জমা পড়েছে প্রায় দুই হাজার।

হাতে লাল গোলাপ নিয়ে অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘শুভ নববর্ষ’

বিথী রানী মণ্ডল/