বক্তার হাট ক্রীড়া সোসাইটি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ বুধবার (১৪ জানুয়ারি) রাতে শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তার হাট ক্রীড়া সোসাইটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শিশির এবং সঞ্চালনা করেন মুহাম্মদ করিম। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংকার দ্বীন মোহাম্মদ। টুর্নামেন্ট উদ্বোধন করেন মহামায়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কামরুল হাসান। বিশেষ আলোচক ছিলেন বক্তার হাট ক্রীড়া সোসাইটির উপদেষ্টা আ. জ. ম. মনসুর রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তার হাট ক্রীড়া সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ ইমরান, ছাগলনাইয়া ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল হক বাবলু, ছাগলনাইয়া সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সংগঠক এমদাদ হোসেন ও মিরাজ হোসেন। এছাড়া সোসাইটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রাকিব, সহ-সভাপতি রুবেল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক বিজয়ও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় কফিল এক্সপ্রেস ২০–১৫ পয়েন্টে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবকে হারায়। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
– মাজহারুল ইসলাম ভূঁইয়া,ফেনী (ছাগলনাইয়া)










