জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বুধবার (১৪ জানুয়ারি) জহির রায়হান অডিটোরিয়ামে Young Researchers Development Program (YRDP) এবং Jahangirnagar University Research Society (JURS) – এর উদ্যোগে এবং International Online Journal Hub (IOJH) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান Ameres সহযোগিতায় গবেষণাভিত্তিক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের সূচনায় বক্তব্য দেন YRDP-এর লিড বাকি বিল্লাহ। তিনি বলেন, স্নাতক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধানী মানসিকতা তৈরি করা জরুরি। গবেষণাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে সক্ষম করে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক। তিনি গবেষণাকে একটি পরিবর্তনমুখী শেখার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন, যা টেকসই উন্নয়ন, নীতিনির্ধারণ এবং সামাজিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আলোচনা পর্বে অংশ নেন যশোরের আর্মি মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শফিকুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এ. কে. এম. রশিদুল আলম। বক্তারা গবেষণাকে জাতীয় উন্নয়ন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং একাডেমিক ও পেশাগত ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন International Online Journal Hub (IOJH)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কারিউল ইসলাম। এছাড়া উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে একটি আলাদা সেশন পরিচালনা করেন যুক্তরাষ্ট্রভিত্তিক Ameres LLC-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মামুন রশীদ।
সেমিনারের শেষ অংশে শিক্ষার্থীদের সঙ্গে বক্তাদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ভবিষ্যতে গবেষণা প্রশিক্ষণ, প্রকাশনা সহায়তা এবং স্কলারশিপ সংক্রান্ত কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান আয়োজকরা। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে বিনামূল্যে IELTS ও GRE প্রস্তুতি কোর্স দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব তৈরি, উচ্চশিক্ষায় সক্রিয় অংশগ্রহণ এবং টেকসই সমাজ গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করতেই এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
জান্নাতুল নূর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়










