রুদ্ধশ্বাস লড়াইয়ে সাবিনার নেতৃত্বে বাংলাদেশের জয়

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্স নজর কেড়েছে। গতকাল বুধবার পুরুষ বিভাগে ভারতকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪–৪ গোলে আটকে দেয় বাংলাদেশ। আজ বৃহস্পতিবার নারী বিভাগে দুর্দান্ত খেলায় ভারতকে ৩–১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় বাংলাদেশ।

নারী দলের এই জয়ের নায়ক ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে প্রথমার্ধেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দুটি গোলেই সহায়তা করেন কৃষ্ণা রাণী সরকার। ফুটসালের দ্রুতগতির খেলায় আক্রমণ ও রক্ষণ দুটোই সামলাতে হয়, আর সাবিনা গোল করার পাশাপাশি রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররাও খেলার পাশাপাশি সাবিনার ক্যারিয়ার ও একজন ফুটবলার হিসেবে তার গুণাগুণ নিয়ে বিস্তর আলোচনা করেন।

দ্বিতীয়ার্ধে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের গোলরক্ষক ঝিলিক একাধিক দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন। এরপর কাউন্টার অ্যাটাক থেকে সুমাইয়া মাতসুসিমা গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৩–০ তে। কয়েক মিনিট পর ভারত একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই পর্ব খেলেছিল বাংলাদেশ নারী দল। দীর্ঘ সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে অংশ নেওয়ার সুযোগ পেল দলটি।

নতুন ব্রিটিশ কোচ পিটার বাটলার জাতীয় দলে ডাক দেন সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীন ও সুমাইয়া মাতসুসিমাকে। স্ট্যান্ডার্ড ফুটবলে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে তারা ফুটসালে অংশ নিলেও এখানেও নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন। সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই ক্রীড়াঙ্গনে বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের ভারত সফর নিয়ে নানা আলোচনা চললেও, এমন প্রেক্ষাপটে থাইল্যান্ডে টানা দুই দিনে নারী ও পুরুষ ফুটসালে দুই দেশের মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খেলাগুলো শেষ হয়—যা ক্রীড়াসুলভ আচরণের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল।

-এমইউএম