একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন,“আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগের অবস্থানেই আছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুরই একটি সীমা থাকে। এম নাজমুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। তিনি প্রতিটি সেক্টরকে অপমান করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানতে হবে।”
এ সময় তিনি আরও জানান, খেলোয়াড়দের এই অবস্থান কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের ক্ষোভ ও অপমানের ফল।
পরে সংবাদ সম্মেলনে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান বলেন,“সবাই খেলার জন্য প্রস্তুত। খেলার বিপক্ষে কেউ নই। কিন্তু দাবি পূরণ না হলে মাঠে নামা সম্ভব নয়।”
তবে এখন পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা গেছে।
-এমইউএম










