থাইল্যান্ডে আবারও ভয়াবহ ক্রেন দুর্ঘটনা: নিহত ২

ছবিসূত্র : রয়টার্স

থাইল্যান্ডে নির্মাণাধীন উড়াল সড়ক থেকে ক্রেন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানী ব্যাংককের নিকটবর্তী সামুত সাখোন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। গত বুধবার একটি চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে ৩২ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই নতুন বিপর্যয়ে দেশটির নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় পুলিশ সুপার কর্নেল সিত্থিপর্ন কাসি জানান, সামুত সাখোন প্রদেশে একটি উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলার সময় হঠাৎ একটি বিশালাকার ক্রেন ভেঙে নিচের ব্যস্ত সড়কের ওপর পড়ে যায়। ক্রেনটি সরাসরি দুটি চলন্ত গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর মাত্র একদিন আগে, গত বুধবার থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নাখোন রাতচাসিমা প্রদেশে একটি উড়াল দ্রুতগতির রেল প্রকল্পের ক্রেন ভেঙে চলন্ত ট্রেনের ওপর পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ১৯৫ জন যাত্রী নিয়ে চলন্ত ট্রেনটি ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয়ে পড়েছিল, যাতে আহত হন ৬৬ জন যাত্রী।

মাত্র এক মিনিটেরও কম সময়ে ঘটে যাওয়া সেই ট্র্যাজেডির ক্ষত শুকানোর আগেই বৃহস্পতিবারের এই দ্বিতীয় দুর্ঘটনা থাইল্যান্ডের জননিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, পরপর দুটি বড় দুর্ঘটনার পেছনে নির্মাণ প্রতিষ্ঠানগুলোর গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও তদন্তকারী দল উভয় দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার পর দেশটির বড় নির্মাণ প্রকল্পগুলোর নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে যাচাইয়ের দাবি তুলেছেন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

-এম. এইচ. মামুন