নতুন বছরের শুরুতেই সাদিয়া আমান অভিনীত ‘অ-দূরের কেউ’ নাটকটি সামাজিক মাধ্যমে বেশ ইতিবাচক আলোচনা হচ্ছে। দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘সত্যি বলতে, বছরের প্রথম কাজ হিসেবে দর্শক যেভাবে সাড়া দিচ্ছেন, তা আমাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছে। সবাই পজিটিভ রিভিউ দিচ্ছেন, সামাজিক মাধ্যমেও অনেক আলোচনা হচ্ছে। শুরুতেই এমন দারুণ প্রতিক্রিয়া পাওয়াটা যে কোনো শিল্পীর জন্যই আনন্দের।’
নতুন বছরের কাজের পরিকল্পনা কী? এই প্রশ্নের উত্তরে সাদিয়া জানান, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন। নতুন বছরে এখনো অনেক বেশি কাজ হাতে নিইনি। তবে সাগর জাহান এবং মিশুক মিঠুর দুটি প্রজেক্ট নিয়ে কথা চূড়ান্ত হয়েছে, খুব শীঘ্রই শূটিং শুরু করব। এবার আমি গত বছরের প্ল্যান থেকে বেরিয়ে এসে গল্প এবং নির্মাতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। দর্শকের প্রতি দায়িত্ব বেড়ে গেছে, তাই এখন কাজ করার ক্ষেত্রে আমি আরও সচেতন।’
ভালোবাসা দিবসে এ গ্ল্যামারকন্যার একটি ওয়েব ফিল্ম মুক্তির কথা রয়েছে। সেটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, দর্শক সাধারণত আমাকে রোমান্টিক গল্পেই দেখতে পছন্দ করেন বা আশা করেন। কিন্তু এবারের গল্পটি পুরোপুরি ভিন্ন। এটি একটি পরিবারের গল্প যেখানে মা-বাবা, মেয়ে, একটি বিড়াল আর গৃহকর্মীর রসায়ন দেখা যাবে। ব্যক্তিগতভাবে গল্পটি আমার খুব পছন্দের। আশা করি ভালোবাসা দিবসে এটি দর্শকদের নতুন স্বাদ দেবে।’
মিজানুর রহমান আরিয়ানের ‘ফুলের নামে নাম’ নাটকটি দিয়ে তার জনপ্রিয়তা শুরু হয়। সেই শুরুর দিনগুলোর কথা কতটা মনে পড়ে অভিনেত্রীর? তার ভাষ্য, অবশ্যই মনে পড়ে। ‘ফুলের নামে নাম’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি টার্নিং পয়েন্ট। ওই কাজটির মাধ্যমেই মূলত দর্শকদের ভালোবাসা আর পরিচিতি পেতে শুরু করি। এরপর থেকে আজ পর্যন্ত দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই আমাকে আবেগপ্রবণ করে তোলে।
মাহমুদ সালেহীন খান










