বিদেশে সম্পদের পাহাড়: সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আদালতের কঠোর পদক্ষেপ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিশ্বের ছয়টি দেশে থাকা স্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দেশগুলো হলো—থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
দুদকের পক্ষ থেকে দাখিলকৃত আবেদনে জানানো হয়, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর বা রূপান্তর রোধে এখনই অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত উল্লিখিত দেশগুলোতে থাকা তার সকল স্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার নির্দেশ দেন।
এর আগে গত বছরের ১১ অক্টোবর একই আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্টদের মালিকানাধীন চট্টগ্রামের ছয়টি ফ্ল্যাট এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মার্কেট ‘আখতারুজ্জামান সেন্টারের’ নির্দিষ্ট অংশ জব্দের আদেশ দিয়েছিলেন। এছাড়া তার স্ত্রী, ভাই ও বোনদের নামে থাকা স্থাবর সম্পদের ওপরও আদালতের নিষেধাজ্ঞা জারি ছিল।
দুদক সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভূমি মন্ত্রণালয়ে থাকাকালীন নিয়োগ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে সাম্রাজ্য গড়ে তোলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। চলমান এই অনুসন্ধানের অংশ হিসেবেই দেশের ভেতরে ও বাইরে থাকা তার সব সম্পদ পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে।
আদালতের এই আদেশের ফলে আন্তর্জাতিক আইনি সহায়তার (এমএলএআর) মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসব সম্পদ কার্যকরভাবে অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু করবে দুদক।
–লামিয়া আক্তার