বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে জাবি আলোনসোর সাত মাসের অধ্যায় শেষ হয়েছে। বহিষ্কারের গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোতে হারের একদিন পর তার বিদায়ের ঘোষণা আসে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, দলের ধারাবাহিকতা ও ছন্দের অভাবের পাশাপাশি তারকা ফুটবলারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই মূলত এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। কোচের বিদায়ের ঘোষণার পর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা একাধিক ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে জাবিকে বিদায়ী বার্তা দিয়েছেন।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় লিখেছেন, সময়টা সংক্ষিপ্ত হলেও আলোনসোর প্রভাব দলের ওপর স্পষ্ট ছিল। তিনি বলেন, “সময়টা ছোট হলেও আপনার জন্য খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা সত্যিই আনন্দের ছিল। প্রথম দিন থেকেই আমাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য ধন্যবাদ। ফুটবল সম্পর্কে আপনার জ্ঞান ও স্পষ্ট ধারণা আমাকে মুগ্ধ করেছে। আপনার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা।”
রিয়ালের ফরাসি মিডফিল্ডার অরলিয়েন চৌআমেনি আলোনসোকে ‘সর্বোৎকৃষ্ট কোচদের একজন’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের লেখেন, আলোনসোর প্রতিটি পরামর্শ ও আলোচনা তার খেলার মান উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, “আপনার বিশ্বাস আমাকে আরও ভালো খেলোয়াড় বানিয়েছে। আপনার প্রভাব চিরকাল আমার সঙ্গে থাকবে।”
স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, সুপার কাপ ফাইনালের পর ‘গার্ড অব অনার’ ইস্যুতে জাবি বেশ মর্মাহত হয়েছিলেন। চ্যাম্পিয়ন বার্সেলোনাকে সম্মান জানাতে রিয়াল খেলোয়াড়দের গার্ড অব অনার দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে এমবাপে সেই নির্দেশনা মানেননি এবং সতীর্থদের নিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। শিষ্যের এই আচরণ নাকি জাবির বিদায়ের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
এছাড়া গুঞ্জন ছিল, রিয়ালের বেশ কয়েকজন তারকা ফুটবলার জাবির কোচিংয়ে সন্তুষ্ট ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন এবং জাবি থাকলে চুক্তি নবায়ন না করার হুমকিও দেন। এসব কারণে ক্লাবের ভেতরে ও বাইরে চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে আলোনসোর জন্য।
জাবির বিদায়ের পর দ্রুতই নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া দায়িত্ব নিয়েছেন দলের। তিনি ২০২৫ সালের জুন থেকে রিয়াল মাদ্রিদের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছিলেন।
-এমিউএম










