থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

তামিলনাড়ুর করুর জেলায় সংঘটিত ভয়াবহ পদদলিতকাণ্ডের তদন্তে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়কে টানা প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সোমবার (১২ জানুয়ারি) দিল্লির সিবিআই সদর দপ্তরে হাজির হয়ে তিনি তদন্তকারী দলের নানা প্রশ্নের উত্তর দেন। এই দীর্ঘ জিজ্ঞাসাবাদ ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার বেলা ১১টা ২৯ মিনিটে থালাপতি বিজয় সিবিআই সদর দপ্তরে পৌঁছান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার অধীনে গঠিত তদন্তকারী দলের সামনে হাজির করা হয় তাকে। সূত্রের খবর, পদদলিতকাণ্ডের আগে ও পরে আয়োজকদের ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ নিয়ে একাধিক প্রশ্ন করা হয় বিজয়কে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদ শেষ করে তিনি দপ্তর ত্যাগ করেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় এখনও পুরোপুরি স্পষ্ট নয় বলে মনে করছে সিবিআই। সে কারণে প্রয়োজনে বিজয়কে আবারও তলব করা হতে পারে। যদিও মঙ্গলবার (১৩ জানুয়ারি) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে পঙ্গলের ছুটির কারণ দেখিয়ে তিনি বিকল্প তারিখ চেয়ে আবেদন করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় টিভিকে আয়োজিত একটি বড় রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই মর্মান্তিক ঘটনায় ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়।

জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দপ্তরের বাইরে থালাপতি বিজয়ের বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। জানা গেছে, চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে বিজয় দিল্লি পৌঁছান এবং তার সঙ্গে টিভিকে দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও উপস্থিত ছিলেন।

পরে এই ঘটনার তদন্তভার গত ২৬ অক্টোবর সিবিআইয়ের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায়, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জনআস্থা ক্ষুণ্ন করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত জরুরি বলেও মন্তব্য করে আদালত।

এই প্রেক্ষাপটে থালাপতি বিজয়ের জিজ্ঞাসাবাদকে তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে, জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে ওঠা প্রশ্নগুলো তামিলনাড়ুর রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়েও চলছে জল্পনা।

বিথী রানী মণ্ডল/