ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের এই ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা বিশ্ব অর্থনীতিতে এক বিশাল ভূ-কম্পন সৃষ্টি করতে যাচ্ছে। এটি কেবল ইরান নয়, বরং চীন, ভারত ও তুরস্কের মতো বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ শুরু করার ইঙ্গিত দিচ্ছে।
ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন এক কঠোর পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, বিশ্বের যে দেশই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সেই দেশকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বা ট্যারিফ প্রদান করতে হবে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, এই আদেশ ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে চীন। কারণ তেহরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো বেইজিং। এ ছাড়া ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারতের মতো দেশগুলোও বিশাল অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প দেশগুলোকে বাধ্য করছেন—হয় তারা ইরানের সঙ্গে সম্পর্ক রাখবে, না হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করবে।
শুল্ক আরোপের পাশাপাশি ইরানের ওপর সরাসরি সামরিক হামলার আশঙ্কাও জোরালো হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার স্পষ্ট করেছেন যে, বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন ঠেকাতে বিমান হামলাসহ সব ধরনের সামরিক বিকল্প এখনো যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। ট্রাম্প নিজেও হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে আলোচনার আগেই সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। রিয়ালের রেকর্ড দরপতন এবং ৪০ শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতির কারণে গত ২৮ ডিসেম্বর তেহরানের দোকানিরা প্রথম রাজপথে নামেন। যা এখন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসানের আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইরানে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সরাসরি তেহরান থেকে প্রতিবেদন করতে পারছে না। এই তথ্য অন্ধকারের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্বজুড়ে মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি করেছে।
-এম. এইচ. মামুন










