এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ইএফটিতে পাওয়ার নির্দেশনা

ছবি- সংগৃহীত।

কারিগরি শিক্ষা অধিদপ্তর বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ইনডেক্স নম্বরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বেতন ও ভাতা ইএফটিতে পাওয়ার নির্দেশিকা জারি করেছে।

সোমবার (১২ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা সহকারী পরিচালক মো. সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ইএফটিতে নিরবচ্ছিন্নভাবে পেতে হলে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

নির্দেশনাগুলো:

  • তথ্য এন্ট্রি: TEMIS সফটওয়্যারে লগইন করে ‘Non Govt. Employee Add Employee’ অপশনে শিক্ষক/কর্মচারীর তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে।

  • স্ট্যাটাস পরিবর্তন: ‘MPO EFT Employee Status’কে ‘কর্মরত’ হিসেবে সেট করতে হবে।

  • ইএফটি-তে তথ্য হালনাগাদ ও প্রেরণ: ‘MPO EFT EDIT’ বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ব্যক্তিগত ও ব্যাংক তথ্য সঠিকভাবে এন্ট্রি করে Update করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানগণ নিশ্চিত করবেন যে, নতুন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর তথ্য যথাযথভাবে প্রেরণ হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, তথ্য প্রদানে কোনো ভুল বা বিলম্ব হলে বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই দায়ী থাকবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনার মাধ্যমে নতুন এমপিওভুক্ত শিক্ষকমূলক কর্মীদের বেতন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সময়মতো অর্থপ্রদানের নিশ্চয়তা নিশ্চিত করা হবে।

মালিহা