অস্ট্রেলিয়ান ওপেনের আগে মেদভেদেভের দাপট, ব্রিসবেনে শিরোপা জয়

ছবি: সংগৃহীত

আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজের প্রস্তুতির জানান দিলেন দানিল মেদভেদেভ। তিনবারের অস্ট্রেলিয়ান ওপেন রানার-আপ এই রুশ তারকা ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে শিরোপা উদযাপন করেছেন।

রোববার প্যাট রাফটার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে আমেরিকান তারকা ব্র্যান্ডন নাকাসিমাকে সরাসরি সেটে পরাজিত করেন মেদভেদেভ। ৯৬ মিনিটের এই লড়াইয়ে ম্যাচের ফল ছিল ৬-২, ৭-৬ (৭/১)। এটি মেদভেদেভের ক্যারিয়ারের ২২তম এটিপি ট্যুর শিরোপা।

ম্যাচের শুরু থেকেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বর তারকা মেদভেদেভ ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম সেটে নাকাসিমাকে দুবার সার্ভিস ব্রেক করে সহজেই সেটটি জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে নাকাসিমা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং লড়াইকে টাইব্রেকারে নিয়ে যান। তবে টাইব্রেকারে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত ৫-০ ব্যবধানে এগিয়ে যান মেদভেদেভ, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচ শেষে মেদভেদেভ বলেন, “আমি বেশ ভালভাবেই শুরু করেছিলাম, তবে ব্র্যান্ডন দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল। সে কিছু ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে লড়াইকে প্রায় তৃতীয় সেটে নিয়ে যাচ্ছিল। বছরের শুরুটা দুর্দান্ত হলো।”

২০১৯ সালেও ব্রিসবেনের ফাইনালে উঠেছিলেন তিনি, কিন্তু সেবার শিরোপা ছোঁয়া হয়নি। সেই স্মৃতি মনে করে তিনি যোগ করেন, “আমি তখন বলেছিলাম যে আবার ফিরে আসব এবং শিরোপা জিতব। প্রায় সাত-আট বছর পর ফিরে এসে ট্রফিটি হাতে নিতে পেরে আমি সত্যিই আনন্দিত।”

আগামী ১৮ জানুয়ারি মেলবোর্নে শুরু হতে যাচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। ব্রিসবেনের এই শিরোপা জয় মেদভেদেভকে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা লড়াইয়ে অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করল।

সুত্র : আল জাজিরা

-এমইউএম