মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

মানি চেঞ্জারদের জন্য লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে লাইসেন্স নবায়নের জন্য ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। এই নির্দেশনা চলতি মাসের ১৫ তারিখ থেকে কার্যকর হবে।

সোমবার (১২ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংক ও লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের কাছে পাঠিয়েছে। এর আগে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি ফরেন এক্সচেঞ্জ অপারেশনস বিভাগের জারি করা সার্কুলার অনুযায়ী বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ছিল ৫ হাজার টাকা। দীর্ঘদিন পর সেই ফি বাড়িয়ে দ্বিগুণ করা হলো।

আফরিনা সুলতানা/