বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদের স্থগিত হওয়া এমসিকিউ ভিত্তিক নিয়োগ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে।
ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের সংশোধিত আসন বিন্যাস ৮ জানুয়ারি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এবারের নিয়োগ পরীক্ষার জন্য ১৫ পদে ৭,৩৫১ জন প্রার্থী আবেদন করেছিলেন। মূলত এই পরীক্ষা গত বছরের ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে হওয়ার কথা ছিল। তবে, ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যুর পর দেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।
ইউজিসি জানায়, আগামী পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করা হবে।
-মালিহা









