‘ত্রয়োদশ নির্বাচনে আমার দলের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, আযমের বিরুদ্ধে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করতে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, টাঙ্গাইল-৮ আসনে তার ও তাদের দলের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়। আমাদের অবস্থান বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে।

গত রোববার টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে নিজ বাসভবন ‘সোনার বাংলা’য় বঙ্গবীর কাদের সিদ্দিকী একটি জাতীয় দৈনিককে এ কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগ এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে কাদের সিদ্দিকী তার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে। আবার টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকেও তিনি সমর্থন জানিয়েছেন।