খাগড়াছড়ির কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানের মাধ্যমে সম্ভাব্য একটি চোরাচালান প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে।
১১ জানুয়ারি ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কচুছড়ি মুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস-এর নিকটবর্তী, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কচুছড়ি মুখ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্তবর্তী দুর্গম ভূপ্রকৃতিকে কাজে লাগিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ করানোর প্রস্তুতিকালে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানে উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক ১ লাখ ১২ হাজার ১৩৫ টাকা। জিআর নম্বর ৯৮৭৯২৮-এর আওতায় জব্দকৃত মালামাল বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।
নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থার কার্যকারিতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, চোরাচালানকারীরা সাধারণত ভোররাতকে তুলনামূলক নিরাপদ সময় হিসেবে বেছে নেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সিভিল সোর্সের তথ্যের কার্যকর ব্যবহারের ফলে তাদের অধিকাংশ প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে।
এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
রঞ্জন দাশ, খাগড়াছড়ি










