বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশলেস সমাজ গড়ে তোলা গেলে বছরে প্রায় দেড় থেকে দুই লাখ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একই সঙ্গে এতে দুর্নীতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও স্বচ্ছ হবে, যার ফলে রাজস্ব আহরণ বাড়ার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি হ্রাস পাবে।
ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ আইন শুধু গ্রাহকদের জন্য নয়, ব্যাংকিং ব্যবস্থার স্বার্থেও কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন।
তিনি আরও জানান, এতদিন ইসলামী ব্যাংকিং খাতে শরিয়াহ নীতিমালার লঙ্ঘন হয়েছে। সে কারণে এখন ইসলামী শরিয়াহ আইন মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে দ্রুতই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
আফরিনা সুলতানা/










