চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাই থেকে ডিসেম্বর সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১৬.২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ০৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা গেছে, এই ছয় মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬২৬ কোটি ৩৯ লাখ ডলারের বেশি, যা এক বছর আগের তুলনায় প্রায় ২৪৯ কোটি ডলার বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৭৭ কোটি ৫৮ লাখ ডলার।
এদিকে সদ্যসমাপ্ত ডিসেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল বিশেষভাবে উল্লিখিত। ওই মাসে দেশে এসেছে ৩.২২ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে পাওয়া রেমিট্যান্সের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।
ডিসেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটির বেশি ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩৫ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলো এনেছে সর্বোচ্চ ২২৯ কোটির বেশি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৭০ লাখ ডলার।
উল্লেখ্য, এর আগে ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে ইতিহাসের সর্বোচ্চ বার্ষিক রেকর্ড গড়েছিলেন।
আফরিনা সুলতানা










