কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ইসির সিদ্ধান্ত বহাল

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই আপাতত বহাল থাকল।
রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী।
এর আগে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনকে অবৈধ ঘোষণা করেছিলেন। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে এই আসনের সীমানা আগের অবস্থায় (মেঘনা ও তিতাস উপজেলা) ফিরিয়ে নিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আজ আপিল বিভাগে আবেদন করে ইসি। চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করায় সীমানা নিয়ে বর্তমান গেজেটটিই কার্যকর থাকছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে মেঘনা উপজেলাকে সরিয়ে হোমনা উপজেলাকে যুক্ত করে। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন ওই আসনে জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন এবং গত ৮ জানুয়ারি সেই রুল যথাযথ ঘোষণা করে ইসি-র গেজেট অবৈধ বলেন।
চেম্বার আদালতের আজকের এই আদেশের ফলে আসন্ন নির্বাচনে কুমিল্লা-২ আসনটি হোমনা ও তিতাস উপজেলা নিয়েই বহাল থাকছে। এতে করে ভোটের ঠিক আগমুহূর্তে সীমানা নিয়ে তৈরি হওয়া প্রশাসনিক ও আইনি জটিলতার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লামিয়া আক্তার