রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার থেকে গতকাল রোববার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র: ডিএমপি জানায়, অভিযানে সবচেয়ে বেশি ১৩ জন গ্রেপ্তার হয়েছে যাত্রাবাড়ী থানা এলাকায়। এছাড়া খিলক্ষেত থানায় ১০ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, বনানী থানায় ৫ জন এবং মিরপুর মডেল থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ী ও মাদক উদ্ধার: যাত্রাবাড়ী থানার বরাতে জানানো হয়, শনিবার দিনব্যাপী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ বার (প্যাকেট) গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, তাজিম চৌধুরী, শরীফুল ইসলামসহ আরও অনেকে।
শেরেবাংলা নগর ও খিলক্ষেত: শেরেবাংলা নগর থানা পুলিশ নিয়মিত ও পুরোনো মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন হোসাইন মোহাম্মদ জালাল শান্ত, মো. আল আমিন ও বেল্লাল হোসেন। অন্যদিকে খিলক্ষেত থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আলামিন মোমেন, সুমন মিয়া ও দেলোয়ার হোসেন রয়েছেন।
বনানী ও মিরপুর: বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাব্বী, ওমর হোসেন টুটুল, মো. সুজন হোসেন, মো. রাসেল জোফদ্দার ও সোহেল খা। এছাড়া মিরপুর মডেল থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে, তারা হলেন মো. রমজান, মো. শুভ ও মো. আব্দুল্লাহ মাতাব্বর।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও মাদকসহ বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে।
লামিয়া আক্তার










