বিগ ব্যাশ লিগের (বিবিএল) ৩১তম ম্যাচে টানা বৃষ্টির কারণে সিডনি সিক্সার্স ও হোবার্ট হ্যারিকেনসের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দলই সমান এক পয়েন্ট করে পায়। এতে করে হোবার্ট হ্যারিকেনস প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে, আর সিডনি সিক্সার্স উঠে আসে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।
এই ম্যাচ দিয়েই অ্যাশেজ শেষে বিবিএলে ফিরেছেন স্টিভ স্মিথ। টস হেরে ব্যাট করতে নেমে সিক্সার্সের হয়ে বাবর আজমের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন তিনি।
হোবার্টের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে সিক্সার্স। পাওয়ারপ্লেতে আসে মাত্র ২৫ রান। তবে দর্শকদের উল্লাসের সুযোগ করে দেন স্মিথের দ্বিতীয় ওভারের ছক্কা এবং চতুর্থ ওভারে বাবর আজমের দৃষ্টিনন্দন কভার ড্রাইভ।
পাওয়ারপ্লের পর মাত্র আরও একটি ওভার খেলা সম্ভব হয়। এরপর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টানা বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি।
সূত্র: ক্রিকবাজ
-এমইউএম










