জয়পুরহাটে অসহায়দের মাঝে বিজিবি’র চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় ২০ বিজিবির উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং একইসঙ্গে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ একদল চিকিৎসক শীতার্ত মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন।

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব মানবিক কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং সীমান্তবাসীর সঙ্গে বিজিবির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট।