নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম দুই ম্যাচে না খেলানো ভারতীয় পেসার অর্শদীপ সিং মাঠে ফিরেই কিউই দলের ওপেনিং জুটি ভাঙেন। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলসকে ফেরান এই বাঁহাতি পেসার।
নতুন বলে বোলিং শুরু করার পর দ্বিতীয় বলেই একটি বাউন্ডারি হজম করলেও পরের ওভারে ইনসুইংয়ে নিকোলসের স্টাম্প ভেঙে দেন অর্শদীপ।
অর্শদীপের এই সাফল্যের পরও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে। বিশেষত প্রথম দুই ওয়ানডেতে অর্শদীপকে না খেলার বিষয়টি নিয়ে ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। এক ভক্ত লিখেছেন, “অর্শদীপ প্রথম ওভারেই উইকেট নিচ্ছে, অথচ তাকে নিয়মিত খেলানো হয় না। এটা লজ্জাজনক।” অন্যজন মন্তব্য করেছেন, “নতুন বলে সুইং, ধারাবাহিক পারফরম্যান্স, অর্শদীপের আর কী প্রমাণ দরকার?”
সিরিজের নির্ধারণী ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অর্শদীপ। এর আগে নির্বাচকদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রবিচন্দ্রন অশ্বিনও। তার ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “বোলারদের ক্ষেত্রে বারবার আত্মবিশ্বাস নষ্ট করা হয়। অর্শদীপের মতো পারফরমারদের নিয়মিত না খেলা দুঃখজনক।”
-এমইউএম










