পাকিস্তানের কিংবদন্তি সুফি সংগীতশিল্পী আবিদা পারভীনের মৃত্যু হয়েছে!—সামাজিক মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভক্তদের মধ্যে তীব্র শোরগোল ও উদ্বেগ তৈরি হয়। দেশ–বিদেশের অসংখ্য অনুরাগী এই খবরে আতঙ্কিত হয়ে পড়েন। তবে এবার এই গুজবের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন আবিদা পারভীনের কন্যা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের বরাতে জানা গেছে, আবিদা পারভীনের মেয়ে স্পষ্টভাবে জানিয়েছেন—তার মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও মিথ্যা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যের কোনো সত্যতা নেই। তিনি জানান, আবিদা পারভীন সুস্থ আছেন এবং সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।
এই ভুয়া খবর কীভাবে ছড়াল—সে প্রসঙ্গেও ব্যাখ্যা দিয়েছেন আবিদার মেয়ে। তিনি বলেন, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামের আরেকজন নারীর মৃত্যু হয়েছিল। নামের মিল থাকার কারণে সেই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুর গুজবে রূপ নেয়। যাচাই না করেই অনেকেই বিষয়টি শেয়ার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি।
এই ধরনের ভুল তথ্য ছড়ানোকে দুঃখজনক উল্লেখ করে আবিদার কন্যা বলেন, এতে শুধু ভক্তরাই নয়, শিল্পীর পরিবারও মানসিকভাবে কষ্ট পাচ্ছে। মৃত্যুর এই গুজব ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
এমন পরিস্থিতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে—কোনো খবর শেয়ার বা বিশ্বাস করার আগে যেন অবশ্যই নির্ভরযোগ্য ও যাচাইকৃত সূত্র অনুসরণ করা হয়। একই সঙ্গে যাচাই ছাড়া কোনো সংবাদ প্রচার না করতে এবং শিল্পী ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে মিডিয়ার প্রতিও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আবিদা পারভীন বিশ্বজুড়ে সুফি সংগীতের এক অনন্য নাম। তার কণ্ঠ ও সাধনার জন্য তিনি কোটি ভক্তের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। এর আগেও কয়েকবার তার অসুস্থতা কিংবা মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যা প্রতিবারই পরিবারের পক্ষ থেকে মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।
-বিথী রানী মণ্ডল










