গুরবাজকে জিজ্ঞাসাবাদ, গভর্নিং কাউন্সিলের বিরুদ্ধে ঢাকার অভিযোগ

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। গতকাল (শুক্রবার) দলের টিম হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের রুমে আকুর জিজ্ঞাসাবাদ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঢাকার সিইও। আতিক ফাহাদ বলেন, “আজকে (শুক্রবার) সকালের একটা ঘটনার কথা বলি। আমাদের একজন বিদেশি খেলোয়াড় গুরবাজ সকাল সাতটা বা আটটার দিকে ঘুমিয়ে ছিল। ওই সময় হুট করে কয়েকজন তার রুমে ঢুকে পড়ে। বিষয়টি টিম ম্যানেজার বা কোনো খেলোয়াড়কেও আগে জানানো হয়নি। শুধু দরজায় নক করে তারা রুমে ঢুকে পড়ে।”

এই ঘটনায় গুরবাজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন উল্লেখ করে আতিক বলেন, “গুরবাজ এসে আমাকে বলেছে, কী হচ্ছে এটা? সে ১০–১৫ মিনিট ধরে সংশয়ে ছিল। কারণ কাঁচা ঘুম থেকে উঠে বুঝতেই পারেনি কী ঘটছে। পরে জানা যায় তারা অ্যান্টি করাপশনের লোকজন। তারা গুরবাজের মোবাইল চেক করেছে এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে।”

ঘটনার পর বিষয়টি নিয়ে গুরবাজ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান ঢাকার সিইও। আতিক ফাহাদ বলেন, ‘আকুর লোকজন চলে যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটে কল করে জানতে চায়, এভাবে জিজ্ঞাসাবাদ করা নিয়মসিদ্ধ কিনা। সেখান থেকে তাকে জানানো হয়—অবশ্যই আগে টিম ম্যানেজারকে জানাতে হবে, ম্যানেজার খেলোয়াড়কে অবহিত করে সময় নেবে। খেলোয়াড় সম্মতি দেওয়ার পরই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।”

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আতিক আরও বলেন, “একজন খেলোয়াড়কে এভাবে তার রুমে গিয়ে, আগে থেকে কিছু না জানিয়ে বিরক্ত করা—এটা আইসিসিও সমর্থন করবে না। গুরবাজ আমাকে স্পষ্ট করে বলেছে, ভবিষ্যতে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সে আর এখানে খেলতে আসতে পারবে না।”

এই ঘটনা বিপিএলে খেলোয়াড়দের নিরাপত্তা ও পেশাদার আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-এমইউএম