‘মুজিব ভাই’ নির্মাণে ব্যয় ৪২১১ কোটি টাকা: শ্বেতপত্রে চাঞ্চল্যকর তথ্য

‘মুজিব ভাই’ চলচ্চিত্র নির্মাণে চার হাজার ২১১ কোটি ২২ লাখ টাকার এক বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে বলে সম্প্রতি প্রকাশিত একটি শ্বেতপত্রে উঠে এসেছে। একই সঙ্গে ‘খোকা’ নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর মাধ্যমে নির্মিত এই চলচ্চিত্রের নজিরবিহীন ব্যয় নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শ্বেতপত্রে যা বলা হয়েছে
উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহর নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি এই শ্বেতপত্রটি প্রণয়ন করেছে। কমিটিতে আরও ছিলেন পিজিসিবি চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, বুয়েটের অধ্যাপক রিফাত শাহরিয়ার, ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত এবং সাংবাদিক মো. শরিয়ত উল্লাহ।

শ্বেতপত্রে উল্লেখ করা হয়, ‘মুজিব ভাই’ চলচ্চিত্রের নির্মাণ ব্যয় ৪,২১১ কোটি ২২ লাখ টাকা, যা দেশের চলচ্চিত্র নির্মাণ ব্যয়ের ইতিহাসে একটি অচিন্তনীয় অঙ্ক। এর বিপরীতে ‘খোকা’ চলচ্চিত্রের জন্য বরাদ্দ ছিল মাত্র ১৬ কোটি টাকা।

সিআরআই-এর তত্ত্বাবধানে এই বিশাল বাজেটের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে, যা এই বিপুল পরিমাণ তহবিলের উৎস এবং এর স্বচ্ছ ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

-বিথী রানী