বিয়ে নিয়ে হালকা হিউমার দেখালেন শ্রদ্ধা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সব সময়ই ভক্তদের কৌতূহল ও গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কাজ—সবকিছুই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। এবারও সেই রীতিতে তিনি আলোচনার ঝড় তুলেছেন, তবে এইবার বিষয়টি ছিল হালকা মজার এক মুহূর্ত।

মঙ্গলবার শ্রদ্ধা কাপুর নিজের গয়নার ব্র্যান্ড ‘পালমোনাস’-এর প্রোমোশনাল ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। ভিডিওতে তিনি ভ্যালেন্টাইনস ডে ও ব্রেকআপ নিয়ে কিছুটা হালকা আলোচনা করেন। মজার ছলে শ্রদ্ধা বলেন, ভ্যালেন্টাইনস ডের সময়ে নাকি বেশির ভাগ সম্পর্ক ভেঙে যায়। আর এই সময় একা থাকতে না চাইলে যে সমাধান আছে, তা হলো ‘গিফট বক্স’ কিনে নেওয়া। দর্শকদের জন্য হাস্যরসের সঙ্গে ছোট্ট পরামর্শও দেওয়া হয়।

ভিডিওটি প্রকাশের পরই কমেন্ট সেকশনে এক ভক্ত সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, “বিয়ে কবে করবেন?” এই প্রশ্নে শ্রদ্ধা পাল্টা অবাক না হয়ে বরং মজার ভঙ্গিতেই জবাব দেন, “বিয়ে তো আমি করবোই।” এই কৌতুকপূর্ণ মন্তব্যই যেন ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। কেউ কমেন্টে লিখেছেন, ‘আমাকেই বিয়ে করুন’, আবার কেউ জানতে চেয়েছেন, ‘কবে?’—কমেন্ট বক্সই যেন ভরে গেছে ভক্তদের বিভিন্ন প্রতিক্রিয়ায়।

ক্যারিয়ারের দিক থেকেও শ্রদ্ধার সময়টা বেশ ভালোই যাচ্ছে। সর্বশেষ সিনেমা ‘স্ত্রী টু’-তে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন তিনি। সিনেমাটি বক্স অফিসেও ভালো সাফল্য পেয়েছে। এছাড়া ‘জুটোপিয়া টু’-এর হিন্দি সংস্করণে জুডি হপস চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

শ্রদ্ধা কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। ২০২৪ সালের শুরুতে মুম্বাইয়ে একসঙ্গে ডিনারে দেখা যাওয়ার পর থেকেই তার সঙ্গে লেখক রাহুল মোদির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও তারা দুজনই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, মাঝেমধ্যেই একসঙ্গে দেখা গেছে এবং সামাজিক মাধ্যমে হালকা মুহূর্ত শেয়ার করেছেন শ্রদ্ধা। ভক্তরা তাই সব সময় তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল প্রকাশ করেন।

ভবিষ্যতের প্রজেক্ট নিয়েও শ্রদ্ধার তালিকা সমৃদ্ধ। শোনা যাচ্ছে, ‘তুম্বাড’-এর প্রিক্যুয়েল ‘পাহাড়পাঙ্গিরা’, অতিপ্রাকৃত গল্পের ‘নাগিন’, ‘স্ত্রী থ্রি’ ও ‘ভেড়িয়া টু’-তেও দেখা যেতে পারে তাকে। এছাড়া মারাঠি লোকশিল্পী বিতাবাই নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’-তেও অভিনয়ের কথা রয়েছে। এই প্রজেক্টগুলো প্রমাণ করে, পর্দার পাশাপাশি শ্রদ্ধা ক্রমেই নিজের অভিনয় দক্ষতায় নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন।

বিথী রানী মণ্ডল/