বিয়ের এক বছর পূর্ণ হতে চলেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও অভিনেতা রুবেল দাসের। নতুন সংসারের প্রথম বছরটা দারুণভাবে উপভোগ করছেন শ্বেতা। তবে সুখের মাঝেও একটা ছোট্ট আক্ষেপের কথা অকপটে জানালেন এই অভিনেত্রী।
শ্বেতা নিজেই জানালেন, এখনই নতুন কোনো কাজ শুরু করার তাড়াহুড়ো নেই তার। তিনি চান, দর্শক যেন শ্যামলী চরিত্রটাকে একটু সময় নিয়ে ভুলে যান। সেই কারণেই বেশ কিছু কাজের প্রস্তাব এলেও আপাতত সবটাই স্থগিত রেখেছেন। নিজের জন্য কিছুটা সময় নিতে চান অভিনেত্রী। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার মা কিছুটা অসুস্থ থাকায় পরিবারের দিকেও বাড়তি নজর দিতে হচ্ছে তাকে।
তবে শ্বেতার সবচেয়ে বড় দুঃখের জায়গাটা অন্যত্র। অভিনেত্রী বলেন, বিয়ের প্রায় এক বছর হয়ে গেলেও এখনো তাদের মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। শুটিংয়ের ব্যস্ততার কারণে রুবেল ছুটি পাচ্ছেন না। এমনকি রবিবারও শুটিংয়ের চাপ থাকছে। শ্বেতা জানান, তিনি এখন ছুটিতে থাকলেও স্বামীর ছুটি না থাকায় কোনও ভ্রমণ বা বিশেষ পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না। এই বিষয়টাই তার মনখারাপের প্রধান কারণ।
প্রায় সাড়ে তিন মাস আগে শেষ হয়েছে শ্বেতা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। সেই ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন তিনি। ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত কাজ থেকে বিরতিতে রয়েছেন শ্বেতা। এই সময়টা ছুটির মেজাজে কাটানোর কথা থাকলেও পুরোপুরি উপভোগ করতে পারছেন না অভিনেত্রী। কারণ, স্বামী রুবেল দাস এখন ব্যস্ত নিজের ধারাবাহিকের শুটিং নিয়ে। শুটিংয়ের চাপ এতটাই বেশি যে ঠিকমতো ছুটিও পাচ্ছেন না তিনি।
এখনই ধারাবাহিকে ফিরবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শ্বেতা। আপাতত কিছু দিন সংসার, পরিবার আর নিজের সময় উপভোগ করতেই চান তিনি।
-বিথী রানী মণ্ডল










