যশোরে ঘুষের লক্ষাধিক টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুদকের হাতে গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

মারা যাওয়া স্কুলশিক্ষিকার পেনশন ফাইল পাস করতে নেওয়া ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার হয়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

যেভাবে ফাঁদে পড়েন শিক্ষা কর্মকর্তা
দুদক সমন্বিত কার্যালয়, যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন জানান, সম্প্রতি মৃত্যুবরণ করা এক স্কুলশিক্ষিকার স্বামী তার স্ত্রীর পেনশন-সংক্রান্ত ফাইল নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম ফাইলটি অনুমোদনের জন্য তার কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন।

ভুক্তভোগী শিক্ষক নিরুপায় হয়ে বিষয়টি দুদকে লিখিতভাবে জানান। দুদকের পরামর্শ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় তিনি শিক্ষা অফিসারের কক্ষে গিয়ে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা তার হাতে তুলে দেন। ঠিক সেই মুহূর্তে আগে থেকে ওৎ পেতে থাকা দুদকের একটি দল তাকে টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ
ভুক্তভোগী শিক্ষক নুরুনবী বলেন, “মৃত স্ত্রীর পেনশনের ফাইল স্বাক্ষর করার জন্য আমি অসংখ্যবার জেলা শিক্ষা অফিসে এসেছি। কিন্তু তিনি (আশরাফুল ইসলাম) কিছুতেই স্বাক্ষর করেননি। দিনের পর দিন আমাকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। এক পর্যায়ে তিনি আমার কাছে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “ঘুষ না দেওয়ায় তিনি আমাকে শাস্তিস্বরূপ ঝিকরগাছার একটি স্কুল থেকে সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন।”

শিক্ষকদের অবস্থান কর্মসূচি
এদিকে, জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার প্রতিবাদে ওইদিন রাতেই জেলার প্রাথমিক শিক্ষকরা দুদক, যশোর সমন্বিত কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

দুদক জানিয়েছে, গ্রেপ্তারকৃত শিক্ষা অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।