চীনের অর্থায়নে ঢাবিতে ছাত্রীদের জন্য নির্মিত হচ্ছে ২৪৪ কোটি টাকার হল

সূত্রঃ বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনে চীন সরকারের আর্থিক সহযোগিতায় নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’। ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি-এর কাজ সফলভাবে সম্পন্ন করেছে চীনের বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চূড়ান্ত দলিলাদিতে স্বাক্ষর করা হয়। চীনের বিশেষজ্ঞ দলের পক্ষে মি. সান চ্যাং (Mr. Sun Chang) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাহবুব মুস্তাফা নথিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এবং হিসাব পরিচালক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ছাত্রীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার অনেকটা সমাধান হবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।