বলিউডে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের জুটি মানেই বক্স অফিসে ঝড়। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’—প্রতিটি কাজই দর্শকের মনে গেঁথে আছে। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও পর্দার রসায়ন সবসময় জনপ্রিয়।
ব্যক্তিগত জীবন আলাদা হলেও ভক্তদের মনে প্রশ্ন একটাই—এই জুটিকে কি আবার এক ফ্রেমে দেখা যাবে? সম্প্রতি নিজের জন্মদিনে সেই প্রশ্নের আভাস দিয়েছেন দীপিকা।
ভক্তদের শুভেচ্ছা বার্তার জবাবে দীপিকা জানান, রণবীরের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত কিছু ঠিক হয়নি। দীপিকার মুখে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দুই তারকার ভক্তরা।
দর্শকরা মনে করছেন, ভালো গল্প ও স্ক্রিপ্ট এলে এই সাবেক জুটি আবারও পর্দায় সেই পুরোনো জাদু ফিরিয়ে আনতে পারবেন। আগের বছর অক্টোবর মাসে বিমানবন্দরে হঠাৎ দেখা গেছে রণবীর ও দীপিকাকে, যেখানে একে-অপরকে উষ্ণ আলিঙ্গন করেছিল তারা—সেই মুহূর্তের উচ্ছ্বাসও ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে।
বিনোদন জগতে ফের একবার পুরনো জুটি, নতুন জাদু—এই আভাস ভক্তদের জন্য হয়ে উঠেছে বড় আনন্দের সংবাদ।
-এমইউএম









