ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল এবং তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা জমা রয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মুকুলের পাঁচটি ব্যাংক হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা এবং তার স্ত্রী জাহানারার তিনটি হিসাবে পৌনে ৬ লাখ টাকা রয়েছে। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পিয়াস পাল এই হিসাবগুলো জব্দের আবেদন জানিয়েছিলেন।
আবেদনে দুদক উল্লেখ করেছে, আসামিরা তাদের অবৈধভাবে অর্জিত অস্থাবর সম্পদ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পদগুলো অবরুদ্ধ রাখা জরুরি। এর আগে গত বছরের ৬ অক্টোবর অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছিল দুদক।
দুদকের অনুসন্ধান বলছে, আলী আজম মুকুলের তার বিরুদ্ধে ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তবে সবচেয়ে বড় অসংগতি পাওয়া গেছে তার লেনদেনে। ৩৭টি ব্যাংক হিসাবে তিনি মোট ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এবং তার স্ত্রী জাহানারা ইয়াসমিন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ৩৯টি ব্যাংক হিসাবে মোট ৬৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৮৭২ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
এম. এইচ. মামুন










