১৯তম শিক্ষক নিবন্ধনে এমসিকিউ ও ভাইভার মাধ্যমে প্রার্থী বাছাই হবে

ছবি- সংগৃহীত।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনে প্রশ্ন পদ্ধতিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই শুধু এমসিকিউ (প্রিলিমিনারি) এবং মৌখিক পরীক্ষা (ভাইভা) মাধ্যমে করা হবে; লিখিত পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে না।

এনটিআরসিএ সূত্র জানায়, এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থীর বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা যাচাই করার লক্ষ্য নিয়ে প্রশ্ন প্রণয়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। পূর্বের তুলনায় এবার প্রশ্নগুলো আরও কঠিন ও গভীর হবে, যাতে শুধুমাত্র মুখস্থ জ্ঞান নয়, প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হয়।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “১৯তম শিক্ষক নিবন্ধনে এমসিকিউ প্রশ্ন এমনভাবে করা হবে, যাতে প্রার্থীর বিশ্লেষণী ও যুক্তিগত দক্ষতা যাচাই করা সম্ভব হয়। স্বাভাবিকভাবেই এ ধরনের বুদ্ধিবৃত্তিক প্রশ্ন সবাই করতে পারবে না।” তিনি আরও জানান, প্রশ্নকারকদের নতুনভাবে নির্বাচন ও প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে, যাতে প্রশ্নের মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা যায়।

এনটিআরসিএ জানিয়েছে, ১০৭টি বিষয়ে প্রণীত সিলেবাস চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সিলেবাস প্রণেতাদের সঙ্গে ৭ জানুয়ারি শেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। এর পর সব বিষয় সংশ্লিষ্টদের নিয়ে একটি সমন্বিত কর্মশালা আয়োজন করা হবে, যেখানে প্রশ্ন প্রণয়ন, প্রশ্নকারক নির্বাচন ও প্রশিক্ষণসহ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এনটিআরসিএ আশা করছে, নতুন এই পদ্ধতির মাধ্যমে শিক্ষক নিবন্ধনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং প্রকৃত মেধাবীরাই শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।

-মালিহা নামলাহ