আজ দুপুরে জয়পুরহাট রেড ক্রিসেন্ট চত্বরে শীতপত্র বিতরণ করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জয়পুরহাট রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মতিয়র রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভিন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরিফুল ইসলাম, মানিক হোসেনসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জানান, আজ ৫০০ জন শিক্ষার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণের উদ্দেশ্যে আরো শীতবস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে।
জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট জেলা প্রতিনিধি










