দীঘিনালায় শীতের কষ্ট লাঘবে সেনাবাহিনীর উদ্যোগ, উষ্ণতা পেল দুই শতাধিক মানুষ

মোঃ লোকমান হোসেন | দীঘিনালা উপজেলা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় তীব্র শীতে দুর্ভোগ পোহানো দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকার দুর্গম পাহাড়ি জনপদে এই মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হয়।

ভৌগোলিক অবস্থান ও দারিদ্র্যের কারণে শীতের মৌসুমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ অনেকাংশে বেড়ে যায়। এই বাস্তবতা অনুধাবন করে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি; ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন।

কর্মসূচি চলাকালে সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, “শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর সামাজিক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করে উপকারভোগীরা জানান, পাহাড়ি এলাকায় রাতের বেলা তাপমাত্রা অনেক কমে আসে। সেনাবাহিনীর দেওয়া এই কম্বল তাদের জন্য বড় ধরনের নিরাপত্তা এনে দিয়েছে। একজন উপকারভোগী বলেন, ‘এই সহায়তা আমাদের শীতের কষ্ট কমানোর পাশাপাশি আমাদের কথা কেউ ভাবছে—এই অনুভূতিটাও দিয়েছে।’

বিশ্লেষকদের মতে, পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম ও সংবেদনশীল অঞ্চলে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম শুধু ত্রাণ বিতরণই নয়, বরং এটি রাষ্ট্র ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্প্রীতির সম্পর্ককে আরও জোরদার করবে।