নির্বাচন কমিশনে( ই সি )আপিলের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেয়েছেন গরিবের ডাক্তার খ্যাত সাতক্ষীরার গণমানুষের নেতা ও সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ- আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডাঃ শহিদুল আলম। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নং আপিলের শুনানি অনুষ্ঠিত হয় ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনের অফিসের অডিটোরিয়ামে। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আপিল শুনানি চলে। উল্লেখ্য মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা বেগম তার মনোনয়নপত্র বাতিল করে। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে তার প্রার্থিতা বহাল রাখে। ডাঃ শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরে পাওয়ায় এলাকায় তার নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।উল্লেখ্য সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ -আশাশুনি)আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুফতি মোহাদ্দিস মাওলানা রবিউল বাসার,স্বতন্ত্র প্রার্থী গরিবের ডাক্তার নামে খ্যাতো ডাক্তার মোহাম্মদ শহিদুল আলম,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী মোহাম্মদ আলাউদ্দিন।
এম এম রবিউল ইসলাম সাতক্ষীরা জেলা প্রতিনিধি/










