ইসমাইল ইমন | চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপকূলে বঙ্গোপসাগরে এক রুদ্ধশ্বাস অভিযানে ডাকাতের কবলে পড়া ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একইসঙ্গে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ, সোমবার বিকেলে মহেশখালী থানাধীন বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে ‘এফ বি আল্লাহর দান’ নামক একটি ফিশিং বোট সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাত দলের কবল থেকে ৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এবং ঘটনাস্থল থেকে একজন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাত এবং ডাকাতির কাজে ব্যবহৃত বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










