রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ ব্রিগেড (অজেয়–৪) আজিমপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—রুদ্র রহমান, মো. বাইজিদ, মাসুদ রানা ও আবির হোসেন। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ইডেন মহিলা কলেজের আশপাশের এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। সোমবার সকালে চাঁদা আদায়কে কেন্দ্র করে বাপ্পি নামের এক ব্যক্তির সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিকে মারধর করা হয়, এতে তিনি আহত হন।
ঘটনার পর ইডেন মহিলা কলেজের সামনে অবস্থানরত সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ থাকার তথ্য পাওয়া যায়।
সূত্র আরও জানায়, এর আগেও গত ৪ জানুয়ারি ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে ওই চারজনকে আটক করা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেন। তবে একদিনের ব্যবধানে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১১টার দিকে আটক চারজনকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মালিহা










