উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম প্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। সেই আগ্রহকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো।
শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের উদ্যোগে আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বনানীর ঢাকা শেরাটন হোটেলে দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এ এক্সপোতে শিক্ষার্থীরা সরাসরি উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ ও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত তথ্য জানার পাশাপাশি অন-স্পট অ্যাসেসমেন্ট ও আবেদন করার সুযোগ পাবেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককোয়ারি ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অ্যাডিলেড বিশেষভাবে উল্লেখযোগ্য।
এক্সপোর সময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেবেন এবং পরবর্তী একাডেমিক সেশনে ভর্তির জন্য আবেদন গ্রহণ করবেন। আগ্রহী শিক্ষার্থীরা জুলাই ২০২৬ ইনটেকের জন্য তাৎক্ষণিকভাবে আবেদন করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী সর্বোচ্চ শতভাগ স্কলারশিপ পাওয়ার সুযোগও পাবেন।
এছাড়া, স্টুডেন্ট ভিসা সংক্রান্ত পরামর্শের জন্য আলাদা ভিসা ডেস্ক থাকছে। শিক্ষার্থীরা এক জায়গায় বিনামূল্যে ভর্তি সহায়তা, স্কলারশিপ তথ্য, জিএস/জিটিই এবং স্টুডেন্ট ভিসা আবেদন সহায়তা নিতে পারবেন।
এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন বলেন, “এ এক্সপো শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেবে। আমাদের লক্ষ্য বিশ্বমানের শিক্ষার জন্য শিক্ষার্থীদের পথ সুগম করা।”
প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহী শিক্ষার্থীরা https://eduexpo.xyz/ ওয়েবসাইট অথবা এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের অফিসিয়াল ফেসবুক পেজে প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।










