অ্যাশেজে জো রুটের নতুন মাইলফলক

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়লেন জো রুট। ইংলিশ এই ব্যাটার নিজের ৪১তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসালেন।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ম্যাচের দ্বিতীয় দিনে এই অনন্য কীর্তি গড়েন রুট। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন জো রুট। ৪১টি সেঞ্চুরি নিয়ে তিনি স্পর্শ করলেন রিকি পন্টিংকে। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার (৫১টি) এবং দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫টি)। সিডনি টেস্টের প্রথম দিনে অপরাজিত ছিলেন ৭২ রানে। দ্বিতীয় দিনের সকালে মাইকেল নেসারের বলে ২ রান নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৪৬ বলে ১১টি চারের সাহায্যে সাজানো ছিল তার এই শতক। চলতি সিরিজে এটি রুটের দ্বিতীয় শতক এবং অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা নড়বড়ে হলেও রুটের ব্যাটে তারা ঘুরে দাঁড়ায়। হ্যারি ব্রুকের সঙ্গে ১৬৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েন রুট। ব্রুক ৮৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন রুট। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান, যেখানে রুট ১৩৮ রানে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার পক্ষে মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড নিয়ন্ত্রিত বোলিং করে ইংল্যান্ডের রানের চাকা কিছুটা চেপে ধরার চেষ্টা করেন। তবে রুটের দৃঢ়তায় বড় স্কোরের স্বপ্ন দেখছে সফরকারীরা।