বিপিএল নিলামে দল পাননি যে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও (বাংলাদেশ প্রিমিয়ার লিগে) বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি। রবিবার (৩০ নভেম্বর) নিজেদের পছন্দ অনুযায়ী দল গোছায় বিপিএলের ৬টি ফ্র্যাঞ্চাইজি। নিলামের কারণে কিছু খেলোয়াড় যেমন তাদের কাঙ্ক্ষিত মূল্য পেয়েছেন, কয়েকজনের ছিঁড়েছে ভাগ্যের শিকে, তেমনি আবার অনেকের কপালও পুড়েছে।

নিলামে গতকাল প্রথম ডাকে দল পাননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারও। ফিরতি ডাকে অবশ্য এই দুজনকে কিনে নিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। প্রথমবার বিক্রি না হওয়ায় নিয়মানুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক ও মাহমুদউল্লাহকে ২২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে বিসিবি সেই পথে যায়নি। শেষ পর্যন্ত তাদেরই ভিত্তিমূল্য ধরে রেখে নিলামে তোলা হয়। নিলামে রংপুর রাইডার্স ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে একই ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারির্স দলে নেয় মুশফিকুর রহিমকে।

এই দুজন দল পেলেও অনেক তারকা ক্রিকেটারই কোনো ডাকেই দল পাননি। বাংলাদেশ ক্রিকেটে একসময় সম্ভাবনা জাগানো অলরাউন্ডার সোহাগ গাজী ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে কেনেনি কেউ। এমনকি দল পাননি পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগাও।

দল না পাওয়া উল্লেখযোগ্য অন্য বাংলাদেশিদের মধ্যে আছেন—সাদমান ইসলাম অনিক, নাঈম ইসলাম, নাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি। অন্যদের মধ্যে আছেন—মুনিম শাহরিয়ার, নাহিদুল ইসলাম, অমিত হাসান, শফিকুল ইসলাম, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদরা।

বিদেশিদের মধ্যে দল পাননি আইপিএল মাতানো পীযূষ চাওলা, শোয়েব মালিক, সামিত প্যাটেল, রবি বোপারার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। কোনো ফ্র্যাঞ্চাইজি দীনেশ চান্দিমাল, জ্যাক বল, স্যাম কুক, শান মাসুদ, ওয়েন পারনেল, আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে, চামিকা করুনারত্নেদের কেনার প্রতিও আগ্রহ দেখায়নি।

দল না পাওয়াদের মধ্যে আছেন—পল স্টার্লিং, কার্টিস ক্যানফার, রায়ান বার্ল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ, রাহকিম কর্নওয়াল, নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি বা আকিফ জাভেদ, কেনার লুইস, আব্দুল্লাহ শফিক, খুররম শেহজাদরাও।