ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন “চাকরিজীবী ঐক্য পরিষদ” স্নাতক প্রথম বর্ষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত কার্যকর না করে পূর্বের ব্যবস্থা পুনঃপ্রবর্তনের আহ্বান জানিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে এ আবেদন করা হয়।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষক ও কর্মচারীদের সন্তানরা পোষ্য কোটার সুবিধা পেয়ে আসছেন। কোটা মূল আসনের বাইরে নির্ধারিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের আসনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তবে স্নাতক ভর্তি থেকে কোটা বাতিলের সিদ্ধান্তে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
উপাচার্যের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে এখনো কোনো পরিবর্তন হয়নি। আবেদনটি উপাচার্যের কাছে জমা আছে এবং সিদ্ধান্ত পরিবর্তন হলে তা জানানো হবে।
চলতি বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৩,৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পোষ্য কোটার ৫৬৮টি আসন এবছর রাখা হয়নি। অন্যান্য কোটাগুলি—মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, বিদেশি শিক্ষার্থী, পার্বত্য চট্টগ্রামের অ-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপি খেলোয়াড়, পেশাদার ক্রীড়াবিদ ও দলিত শিক্ষার্থী—বহাল আছে।
মালিহা নামলাহ










