জমিয়তুল ফালাহর উন্নয়নে খালেদা জিয়ার অবদান চট্টগ্রামবাসী চিরদিন স্মরণ রাখবে:- ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও জমিয়তুল ফালাহ মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়ন ও উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মসজিদটিকে ঘিরে যে আন্তর্জাতিক মানের ইসলামী গবেষণাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের স্বপ্ন দেখেছিলেন, বেগম খালেদা জিয়াই ছিলেন সেই স্বপ্নের সার্থক রূপকার।

তিনি শনিবার (৩ জানুয়ারি) বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে মেয়র বলেন, শহীদ জিয়া চেয়েছিলেন জমিয়তুল ফালাহ হবে বিশ্বব্যাপী ইসলামী গবেষকদের মিলনস্থল এবং আধুনিক প্রযুক্তিনির্ভর এক অনন্য গবেষণাগার। কিন্তু বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মসজিদের উন্নয়নের চাকা থমকে গিয়েছিল। একটি ইটও নতুন করে লাগানো হয়নি, উল্টো চতুর্দিকে ভাড়া দিয়ে মসজিদের পবিত্রতা ও পরিবেশ নষ্ট করা হয়েছে।

মেয়র আরও উল্লেখ করেন, বর্তমান পরিষদ জমিয়তুল ফালাহকে পুনরায় তার হৃত গৌরব ফিরিয়ে দিতে এবং শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেছে। চট্টগ্রামবাসী উন্নয়নের স্বার্থে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদুল হক।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবু সূফিয়ান, মুসল্লি পরিষদের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. মহসিন, আনোয়ার হোসেন লিপু, মোরশেদুল আলম কাদেরী, মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, বিএনপি নেতা আলহাজ্ব জাকির হোসেন, শাহ আলম, মুসল্লি পরিষদের সদস্য শামসুল আনোয়ার খান, আনোয়ারুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, দিলশাদ আহমদ, শফিক আহমদ, রফিক সর্দার, মনসুর আলম, মনসূর শিকদার, নুর হোসেন, মো. রিপন, এড. মাঈনুদ্দিন, এড. কামরুল ইসলাম সাজ্জাদ, মো. জহির, আব্দুল আউয়াল, আব্দুল আহাদ, মাহমুদুর রহমান, আবু ফয়েজ, মো. সরোয়ার, মো. সেকান্দার প্রমুখ।