ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে অধিনায়ক করে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।
চলমান বিপিএলে ব্যাটে রান থাকলেও বিশ্বকাপ দলে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। এছাড়া গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন জাকের আলী, সৌম্য সরকার ও তানভীর ইসলাম। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র তারকাদের ছাড়াই সাজানো হয়েছে এবারের দল। ২০২৪ বিশ্বকাপ স্কোয়াডের মোট ৬ জন এবার বাদ পড়েছেন, আর টিকে গেছেন ৯ জন।
১৫ সদস্যের এই স্কোয়াডে ব্যাটসম্যান রাখা হয়েছে ৭ জন। পেস আক্রমণে থাকছেন ৫ জন এবং স্পিন বিভাগে রয়েছেন ৩ জন। গত আসরের লিটন, তাসকিন, মুস্তাফিজ, তাওহিদ হৃদয় ও রিশাদরা নিজেদের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে নতুন করে দলে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।










