শতাধিক গুম-খুনের অভিযোগ: সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম কারিগর হিসেবে অভিযুক্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জিয়াউল আহসানের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব তথ্য তুলে ধরেন। প্রসিকিউশনের দাবি, সাবেক এই প্রভাবশালী কর্মকর্তার নির্দেশে ও প্রত্যক্ষ মদদে শতাধিক মানুষকে গুম করার পর হত্যা করা হয়েছে। এরই মধ্যে এসব হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ সকালে শুনানি শুরু হবে।
প্রথম ধাপে: প্রসিকিউশন পক্ষ জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের ফিরিস্তি তুলে ধরবেন।
দ্বিতীয় ধাপে: আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিপক্ষে তাদের যুক্তি পেশ করবেন।
উপসংহার: উভয়পক্ষের শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেবেন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হবে কি না।
দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা এই ক্ষমতাধর সেনা কর্মকর্তাকে গত ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। গুম-খুন ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্তাধীন রয়েছে।
মানবাধিকারকর্মী ও গুম হওয়া পরিবারের সদস্যদের দৃষ্টি এখন ট্রাইব্যুনালের দিকে। আজ অভিযোগ গঠন সম্পন্ন হলে আওয়ামী লীগ আমলের দীর্ঘ এক দশকের ‘গুম সংস্কৃতির’ বিচারিক প্রক্রিয়া এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
-লামিয়া আক্তার