পাটগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ

লালমনিরহাট জেলার পাটগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম গতকাল ০১ জানুয়ারি (বৃহস্পতিবার) সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শান্ত ও সংযত পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। বই বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানান, শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ায় নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু করা সহজ হবে। উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তক পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ ও বিতরণ করা হয়েছে। সার্বিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

মো. মিজানুর হক প্রামাণিক,পাটগ্রাম (লালমনিরহাট)